অগ্ন্যাশয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অগ্ন্যাশয় (ইংরেজি: Pancreas)
মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক ও অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত একটি মিশ্র
গ্রন্থি, অর্থাৎ এর মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুইরকম গ্রন্থিই আছে। এর
বহিঃক্ষরা অংশ পরিপাক তন্ত্রের একটি গ্রন্থি, যেটি থেকে নির্গত অগ্ন্যাশয় নালী পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্রান্ত্রের ডুওডেনামের মধ্য অংশে উন্মুক্ত হয়। এর অন্তঃক্ষরা অংশের নাম ল্যাঙ্গারহান্স কোষপুঞ্জ (Islet of Langerhans আইলেট অফ ল্যাঙ্গারহান্স; আইলেট = ছোট দ্বীপ, অর্থাৎ বহিঃক্ষরা অংশগুলির মধ্যে মধ্যে বিক্ষিপ্ত অন্তঃক্ষরা কোষগুচ্ছগুলি) যার বিটা কোষ ইনসুলিন, আলফা কোষ গ্লুকাগন, ডেল্টা কোষ সোমাটোস্টাটিন হর্মোন নিঃসরণ করে।মানবদেহের অগ্ন্যাশয়ের দৈর্ঘ্য ১৫-২৫ সেন্টিমিটার এবং ওজন ৬৫ থেকে ৭৫ গ্রাম। এর শীর্ষাংশ ডুওডেনামের অর্ধবৃত্তাকার বাঁকের মধ্যে অবস্থিত ও বাকী অংশ উদরগহ্বরের পেছনে প্রসারিত। ফলে এটা দেখতে অনেকটা লাতিন J বর্ণের মত।
অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থগুলি যে হরমোনগুলি নিঃসরণ করে, সেগুলি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাই অগ্ন্যাশয়ের কোন রোগে এই সব কোষ কার্যকারিতা হারিয়ে ফেললে ডায়াবেটিস রোগ দেখা দেয়।
কলাস্থান
অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষন করলে, অগ্ন্যাশয়ের একটি রঞ্জিত প্রস্থচ্ছেদ-এ দুই ধরণের প্যারেনকাইমাল কোষ দেখা যায়।হালকা রং-এ রঞ্জিত কোষ গুলো কে বলা হয় "আইলেটস অব ল্যাংগারহ্যান্স"।এগুলো হরমোন তৈরী করে এবং অন্তঃক্ষরা কার্যাবলীর অন্তরগত।অন্তঃক্ষরা অংশ
কোষের নাম | অন্তঃক্ষরা উৎপাদ | কোষপুঞ্জের % | কাজ |
বিটা কোষ | ইনসুলিন এবং অ্যামাইলিন | ৫০-৮০% | রক্তে শর্করার পরিমাণ কমায় |
আলফা কোষ | গ্লুকাগন | ১৫-২০% | রক্তে শর্করার পরিমাণ বাড়ায় |
ডেল্টা কোষ | সোমাটোস্ট্যাটিন | ৩-১০% | অন্তঃক্ষরা গ্রন্থিকে কাজে বাধা দেয় |
পিপি কোষ | অগ্ন্যাশয়িক পলিউপেপ্টাইড | ১% | বহিঃক্ষরা গ্রন্থিকে কাজে বাধা দেয় |
তথ্যসূত্র
- The Body, by Alan E. Nourse, in the Time-Life Science Library Series, p. 171.
Comments
Post a Comment