রেচন তন্ত্র
এইটি
মানুষের দেহ থেকে অতিরিক্ত ও অকেজু জিনিস বের করে।দেহকে সুস্থতা দান করা
এবং দেহের বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হওয়ার পর উপজাত হিসেবে যেসব পদার্থ
তৈরি হয় তা এই প্রকিয়ার মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। তাই দেহকে
একটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য রেচন প্রকিয়া একটি গুরুত্বপূর্ন
ভুমিকা পালন করে।
Comments
Post a Comment